Home / মিডিয়া নিউজ / সাদা শার্টের সঙ্গে হাফপ্যান্ট—নতুন লুকে মিথিলা

সাদা শার্টের সঙ্গে হাফপ্যান্ট—নতুন লুকে মিথিলা

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা যেন একের পর এক চমক দিচ্ছেন। এবার আলোচনায় এসেছেন

নতুন লুকের মাধ্যমে। সামনে আসন্ন পূজাকে সামনে রেখে মিথিলা হাজির হয়েছেন নতুন লুকে।

সৃজিতের বাড়ির স্টুডিও এবং ছাদে তোলা হয়েছে ছবিগুলো। বাড়িতেই ছবি তোলার কারণে মাঝে মাঝে শুটিং সেটে হাজির হচ্ছিলেন বাড়ির সদস্যরা, এর মধ্যে ছিল মিথিলাকন্যা আয়রাও।

আনন্দবাজার পত্রিকার সৌজন্যে দেখে নেয়া যাক মিথিলার নতুন লুকের কয়েকটি ছবি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা যেন একের পর এক চমক দিচ্ছেন। এবার আলোচনায় এসেছেন নতুন লুকের মাধ্যমে। সামনে আসন্ন পূজাকে সামনে রেখে মিথিলা হাজির হয়েছেন নতুন লুকে।

সৃজিতের বাড়ির স্টুডিও এবং ছাদে তোলা হয়েছে ছবিগুলো। বাড়িতেই ছবি তোলার কারণে মাঝে মাঝে শুটিং সেটে হাজির হচ্ছিলেন বাড়ির সদস্যরা, এর মধ্যে ছিল মিথিলাকন্যা আয়রাও।
আনন্দবাজার পত্রিকার সৌজন্যে দেখে নেয়া যাক মিথিলার নতুন লুকের কয়েকটি ছবি

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.