Home / মিডিয়া নিউজ / যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শীর ঘুম নেই: শাকিব খান

যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শীর ঘুম নেই: শাকিব খান

সম্প্রতি মিডিয়াপাড়ায় গুঞ্জন রটেছে, শিগগিরই ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান আমেরিকা প্রবাসী হতে চলেছেন।

বিষয়টি তার কাছে জানতে চাইলে খবরটি উড়িয়ে দিয়ে ‘হো’ ‘হো’ করে হেসে ওঠেন তিনি।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘কিছু মানুষ প্রায়ই এমন সব অদ্ভুত কাণ্ড করে বসে, যার জন্য আমারই হাসি পায়, বিব্রতও হই। আরে আমি কি করছি বা করবো, সেটাতো আমার কাছেই জানতে হবে। আমার সঙ্গে কথা-বার্তা নেই, বানিয়ে একটা নিউজ করে দিল। এতে আমিতো বিব্রত হলামই আর যে নিউজটা করল সেওতো সবার কাছে হাসির পাত্র হল।’

তিনি আরো বলেন, ওই যে একটা কথা আছে না ‘যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শীর ঘুম নেই…এই আরি কি।’ যারা এমন বানোয়াট নিউজ করেন তাদের বলবো যার সম্পর্কেই নিউজ করেন না কেন তার সঙ্গে কথা বলে করেন, না হলে নিজের আর আপনার প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।’

ঢালিউডে শীর্ষ তারকা শাকিব সম্প্রতি তার প্রযোজিত ও অভিনীত ‘বীর’ সিনেমার কাজ শেষ করেছেন। এখন নতুন প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.