Home / মিডিয়া নিউজ / মেকআপ ছাড়াই আমাকে সুন্দর লাগেঃ দীঘি

মেকআপ ছাড়াই আমাকে সুন্দর লাগেঃ দীঘি

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী সিনেমা প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা

করে নিয়েছেন তাঁর মধ্যে দীঘি অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।

ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।

নতুন খবর হচ্ছে, একসঙ্গে পাঁচ ছবি থেকে দীঘির বাদ পড়ার খবর চাউর হয়েছে।

এই মুহূর্তে শাপলা মিডিয়ার সিনেমা নিয়ে খুব বেশি আগ্রহ নেই দীঘির। তার ভাষায়, আমার হাতে আরো অনেকগুলো সিনেমা এবং ওয়েব সিরিজ আছে। সেগুলো ডেট আমি দেশে ফিরেই দিব। আপাতত বঙ্গবন্ধু বায়োপিক ছাড়া অন্য কিছু ভাবছি না। সম্পূর্ণ ন্যাচারাল লুকে কাজ করছি। প্রথমে একটু টেনশনে ছিলাম, ন্যাচারাল লুকে ভালো লাগবে কি না তা নিয়ে। কিন্তু পরে যখন ফুটেজ দেখলাম তখন অনেক শান্তি পেলাম। মেকআপ ছাড়াই আমাকে সুন্দর লাগে। মেকআপ ছাড়া আমাকে এতো ভালো লাগে সেটা প্রথম জানলাম।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.