Home / মিডিয়া নিউজ / পাগলের সুখ মনে মনে: পরীমনি

পাগলের সুখ মনে মনে: পরীমনি

ঢাকার সিনেমার দর্শকনন্দিত নায়িকা পরীমনি। চলচ্চিত্র ক্যারিয়ারের নানা সময় নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর নতুন বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় পার

করছেন এই নন্দিত তারকা। এদিকে, শ’রীরী আবেদনে প্রায়শই নেট দুনিয়ায় ঝড় তোলেন নায়িকা পরীমনি।

দেশের সিনেমায় বর্তমান সময়ে তিনি অন্যতম আলোচিত নায়িকা। সিনে দুনিয়ার ব্যস্ততার পাশ কাটিয়ে পরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। প্রতিনিয়ত ছবি-পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন।

সম্প্রতি পরীমনি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, পাগলের সুখ মনে মনে। শুধু এখানেই শেষ নয়, ক্যাপশনের শেষে তিনি জুড়ে দিয়েছেন হাসির একটি ইমোজি।

প্রসঙ্গত, পরীমনিকে সর্বশেষ ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। যার মধ্যে ‘স্ফুলিঙ্গ’ ছবির শুটিং ইতোমধ্যেই তিনি শেষ করেছেন।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.