Home / মিডিয়া নিউজ / বাঁধনকে নিয়ে কাজ করে গর্বিত সৃজিত

বাঁধনকে নিয়ে কাজ করে গর্বিত সৃজিত

বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের

উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে একই নামে ওয়েব সিরিজ নির্মাণ

করেছেন সৃজিত মুখার্জি। আর সেখানেই ‘মুশকান জুবেরী’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বাঁধন।

সোমাবার ফেসবুকে বাঁধনের অভিনয়ে প্রশংসা করেছেন পরিচালক সৃজিত। পাশাপাশি তিনি অভিনেত্রীকে নিয়ে কাজ করতে পেরে গর্বিতও বলে জানিয়েছেন। ফেসবুকে বাঁধনের সঙ্গে শুটিং এর সময় তোলা একটি ছবি শেয়ার করেছেন সৃজিত লিখেছেন, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হলো অবশেষে। কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকুল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়। সিরিজটি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচার হবে।

এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত; থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেকেই।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.