Home / মিডিয়া নিউজ / আমার এখনো বিয়ের বয়স হয়নি: জায়েদ খান

আমার এখনো বিয়ের বয়স হয়নি: জায়েদ খান

ঢাকাই সিনেমার নায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিয়ের বয়স হয়নি এখনো।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

সাংবাদিকদের জায়েদ খান বলেন, ‘বাবা যেহেতু বেচেঁ নেই। বাবার খুব স্বপ্ন ছিলো বউ দেখার। সবাই

শুধু একটা প্রশ্নই করে বিয়ে করবো কবে। মায়েরও একই প্রশ্ন। কিন্তু আমার বিয়ে করার বয়স তো এখনও হয়নি। তাই আমি বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না।’
২০১৭ সালর ১৬ ডিসেম্বর মুক্তি পায় জায়েদ খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘অন্তজ্বালা’। এরপর প্রায় হাজার দিনের বেশি শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। এ সময়টায় তার কোনো সিনেমাও মুক্তি পায়নি।

সম্প্রতি ‘সোনার চর ‘ সিনেমা দিয়ে আবারও শুটিং শুরু করেছেন তিনি। জাহিদ হাসানের পরিচালনায় এ সিনেমায় আরও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

Check Also

প্রথম বাংলাদেশী অভিনেত্রী হিসেবে অ্যাপসা’য় মনোনয়ন পেলেন বাঁধন

লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। …

Leave a Reply

Your email address will not be published.