Home / মিডিয়া নিউজ / বিয়ে করেই হজে যেতে চাই,তবে ‘অভিনয়’ ছাড়ছি না:আঁচল

বিয়ে করেই হজে যেতে চাই,তবে ‘অভিনয়’ ছাড়ছি না:আঁচল

বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আঁচল আঁখি। সব ঠিক থাকলে আগামী

বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ের পরিকল্পনা রয়েছে তার। পাত্র উঠতি গায়ক সৈয়দ অমি।

তার সঙ্গে নয় মাস ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ‘ভুল’খ্যাত অভিনেত্রী। কিছুদিন ধরেই আঁচল বিয়ে

করেছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ অভিনেত্রী বাংলানিউজকে জানান, বিয়ে নয়, প্রেম

করছেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আসছে বছরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

একটি মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে অমির সঙ্গে পরিচয় হয় বলে জানান আঁচল।

তিনি বলেন, ‘ও জান রে’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে কাজ করতে গিয়ে আমাদের পরিচয় হয়। যেখানে নায়ক-নায়িকারূপে হাজির হয়েছিলাম দু’জন। এরপর থেকে আমাদের মাঝে ভালো লাগা থেকে প্রেম হয়। বিষয়টি দুই পরিবারই জানে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই বিয়ে করবো। ’

খবরে প্রকাশ হয়েছে বিয়ের পর নাকি স্বামীকে নিয়ে হজে যাবেন এবং অভিনয় ছেড়ে দিবেন আঁচল। এ বিষয়ে আঁচল বাংলানিউজকে বলেন, ‘অভিনয় ছাড়ছি না। পরিবার নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। স্বামীকে নিয়ে যাচ্ছি কি না, সেটি সময়ই বলে দেবে। ’

২০১১ সালে ‘ভুল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান আঁচল। তার অভিনীত ‘জটিল প্রেম’ সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হয়। জুটি বেঁধেছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে।

সর্বশেষ ‘আয়না’, ‘চিৎকার’, ‘ঘর ভাঙা সংসার’ নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু হয়েছে।

এটিসহ কয়েকটি সিনেমায় কাজ করেছেন আঁচল। ‘কর্পোরেট’ নামের ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে তাকে।

অন্যদিকে, গান নিয়ে ব্যস্ত রয়েছেন অমি। আঁচলের সঙ্গে সঙ্গেই প্রকাশের অপেক্ষায় আছে ‘তুই ছাড়া কে আছে বল’ শিরোনামের আরেকটি গান। এছাড়া প্রকাশ হয়েছে, ‘রঙিলা ভাবের কন্যা’, ‘তুই’, ‘ওরে প্রিয়া’, ‘মন কান্দে’সহ বেশ কিছু কাজ।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.