Home / মিডিয়া নিউজ / সারার প্রেম নিয়ে মুখ খুললেন কারিনা!

সারার প্রেম নিয়ে মুখ খুললেন কারিনা!

কারিনা কাপুরের সঙ্গে সারা আলি খানের সম্পর্কটা বন্ধুর মতো। সিনেমা বা অভিনয় নিয়ে যেমন

সারাকে পরামর্শ দেন কারিনা, তেমনই ডেটিং টিপসও শেয়ার করেন। সারার প্রেমের সম্পর্ক নিয়ে

এবার মুখ খুললেন কারিনা। কার্তিক আরিয়ানের সঙ্গে সারা ডেট করতে চান এ কথা প্রকাশ্যেই

জানিয়েছেন সাইফ-কন্যা। কিন্তু কার্তিক এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। বরং, সারাকে ভবিষ্যতের

জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। সম্প্রতি করন জোহরের শো-এ গিয়ে কারিনা বলেন, কার্তিক খুব সুন্দর। আমার তো মনে হয়, সারার সঙ্গে ওকে ভালো মানাবে।

ওরা একসঙ্গে সিনেমা করবে বলেও প্ল্যান করছে। কার্তিক সাধারণ দর্শকের জন্য। আর সারা নির্দিষ্ট কিছু দর্শকের জন্য। এর আগে কারিনা জানিয়েছিলেন, সারাকে প্রথম হিরোর সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন। ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সারা। অর্থাৎ সুশান্তের সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন কারিনা। তা হলে কি কার্তিককে বেশি পছন্দ খান পরিবারের? সে ইঙ্গিতই দিলেন কারিনা?

Check Also

প্রথম বাংলাদেশী অভিনেত্রী হিসেবে অ্যাপসা’য় মনোনয়ন পেলেন বাঁধন

লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। …

Leave a Reply

Your email address will not be published.