Home / মিডিয়া নিউজ / স্টেশনে চা বিক্রি করছেন টয়া!

স্টেশনে চা বিক্রি করছেন টয়া!

টঙ্গী রেলওয়ে স্টেশনের পাশে ছোট্ট একটি চায়ের দোকানে চা বিক্রি করছেন অভিনেত্রী মুমতাহিনা

চৌধুরী টয়া। চা বিক্রেতা হিসেবে টয়াকে দেখে, স্টেশনের পথচারীরা অনেকেই থমকে যাচ্ছেন। ঘুরে ফিরে বারবার তাকাচ্ছেন।

চা বিক্রেতা টয়াকে দেখা যাবে ‘প্রভাতী এক্সপ্রেস’ নামের একটি নাটকে। গতকাল সোমবার নাটকটির

শুটিং শুরু হয়েছে। আজ মঙ্গলবারও টঙ্গী রেলওয়ে স্টেশনে এর শুটিং চলছে। নাটকটি নির্মাণ করছেন হাসিব খান। নাটকে টয়া অভিনয় করেছেন মুনিয়া চরিত্রে। আর তার সহশিল্পী হিসেবে আছেন ফারহান।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা হাসিব খান বলেন, ‘১৯৯০ সাল থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে চা বিক্রি করেন মোবারক। সারা রাত চা বিক্রি করে সে। আর সকালে ঘুমাতে যায়। এরপর তার মেয়ে মুনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকানটি চালান।’

টয়া বলেন, ‘মজার বিষয় হচ্ছে, গতকাল প্রায় ২৫ কাপ চা বানিয়েছি। এর মধ্যে আবার কিছু চা বিক্রিও করেছি। ভিন্নরকম এক অভিজ্ঞতা। চায়ের দোকানে কাজ করতে গিয়ে, চা বানানোতে পারদর্শী হয়ে গেছি। এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করলাম।’

নির্মাতা জানান, ‘প্রভাতী এক্সপ্রেস’ নাটকটি আসছে ডিসেম্বরে আরটিভিতে প্রচার হবে।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.