Home / মিডিয়া নিউজ / বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাড়ির এক সোফার দাম ১৮ লাখ

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাড়ির এক সোফার দাম ১৮ লাখ

সোনম কাপুর। অনিল কাপুরকন্যা তিনি।বলি নায়িকাদের মধ্যে সুমন বেশ ‘ফ্যাশনিস্টা’। প্রায়ই বিভিন্ন

অনুষ্ঠানে নিজস্ব ফ্যাশন নিয়ে হাজির হন এ অভিনেত্রী। প্রতিবারই তার পোশাকে থাকে আভিজাত্য আর নতুনত্বের ছোঁয়া।

শুধু অনুষ্ঠান পার্টিতেই সোনম নতুন নতুন ফ্যাশন দেখিয়ে জমকে দেন তা কিন্তু নয়। আভিজাত্যের ছোঁয়া রয়েছে বলিউডের এই সুন্দরীর বাড়ির অন্দরমহলেও।

২০১৮ সালে লন্ডন প্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে সোনমও পাড়ি জমান লন্ডনে।

সম্প্রতি ‘আর্কিচেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া’ (Architectural Digest India) ম্যাগাজিনের কভার ফটোশুটের জন্য নিজের লন্ডনের বাড়ির দরজা খুলে দেন সোনম কাপুর।

ফটোশুটের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, চার্লস জেফরির পার্পেল রঙের পোশাকে মারিও বেলিনি নীল এবং টিল কামালোন্ডা সোফার ওপরে দাঁড়িয়ে আছেন বলিউডের এই সুন্দরী। তবে চমকপ্রদ তথ্য হলো- তিনজন বসা যাবে এমন এই সোফার ভারতীয় মূল্য ১৮ লাখ রুপি।

তবে ম্যাাগাজিনের শুট বাড়িতে করতে নার্ভাস ছিলেন সোনম কাপুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে, আমি আমাদের বাড়ি এবং অফিস অন্দরমহল খোলার বিষয় ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু আমি দ্রুত বুঝতে পারলাম আমি সঠিক হাতেই রয়েছি। আমি এখন আমাদের প্রিয় স্থানের ছবিগুলো শেয়ার করতে পেরে রোমাঞ্চিত এবং উত্তেজিত।’

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.