Home / মিডিয়া নিউজ / রাতে বিয়ে, পরেরদিনই হাসপাতালে ভর্তি ৭৫ বছর বয়সী অভিনেতা

রাতে বিয়ে, পরেরদিনই হাসপাতালে ভর্তি ৭৫ বছর বয়সী অভিনেতা

বৃহস্পতিবার রাতেই বিয়ে, শুক্রবার বিকেলেই হাসপাতালে ভর্তি হলেন কলকাতার অ’ভিনেতা দীপঙ্কর

দে। শুক্রবার বিকেলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীপঙ্করকে। জানা যাচ্ছে, শ্বা’সক’ষ্ট

জনিত সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি করা হয় অ’ভিনেতাকে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণ

রয়েছেন অ’ভিনেতা। বৃহস্পতিবার রাতে অ’ভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন অ’ভিনেতা। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তবে এতদিন যে কোনো কারণেই হোক সাত পাকে বাঁ’ধা পড়েননি তারা। অবশেষে বৃহস্পতিবার তারা তাদের এই স’ম্পর্ককে আইনি স্বীকৃতি দেন।

বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি রেস্তোরাঁতে বসেছিল দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়ের আসর। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। লাল বেনারসি, গয়না এবং সিঁথিতে সিঁদুর পরে বেশ ভালোই দেখাচ্ছিল অ’ভিনেত্রীকে।অন্যদিকে এই দিনের জন্য সাদা ধুতি পাঞ্জাবিকে বেছে নিয়েছিলেন দীপঙ্কর দে। জিনিউজ।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.