Home / মিডিয়া নিউজ / শাকিবের এক গানের খরচ ২২ লাখ, শুভর ২৮ লাখ

শাকিবের এক গানের খরচ ২২ লাখ, শুভর ২৮ লাখ

বর্তমানে দেশীয় চলচ্চিত্রের নানা সংকটের মধ্যেও বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে।

এই যেমন আগামী ৩ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা জনপ্রিয় নায়ক আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’

সিনেমার প্রথম পর্বের বাজেট আনুমানিক ৪ কোটি টাকা।অন্যদিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব

খানের সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার বাজেট আনুমানিক ২ কোটি টাকার কাছাকাছি।

সম্প্রতি এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার দেশীয় লোকেশনে একটি গান শুট করতে ২২

লাখ খরচ হয়েছে বলে দাবি করেছেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, পহেলা বৈশাখের একটি বিশেষ গানের জন্য ২২ লাখ টাকা খরচ করে সেট বানানো হয়েছে।গানটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান, পূজা চেরি, আজিজুল হাকিম,আলীরাজসহ অনেক অভিনেতা।

অন্যদিকে, ‘মিশন এক্সট্রিম’ সিনেমার একটি গান নির্মাণে ২৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা,প্রযোজক ও লেখক সানী সানোয়ার

‘জানি তুমি ছিলে’ শিরোনামের গানটিতে ঠোঁট মেলাতে দেখা যাবে এ সিনেমা দুই পাত্র-পাত্রী আরিফিন শুভ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তারকা জান্নাতুল ফেরদৌস ঐশীকে। গানটি চিত্রায়িত হয়েছে দুবাই শহর ও মরু প্রান্তরে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান। গানের কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সংগীত অদিত রহমানের।

Check Also

প্রথম বাংলাদেশী অভিনেত্রী হিসেবে অ্যাপসা’য় মনোনয়ন পেলেন বাঁধন

লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। …

Leave a Reply

Your email address will not be published.