Home / মিডিয়া নিউজ / বিয়ের আগেই মা হতে চলেছেন কৌশানি, ভাইরাল ‘বেবি বাম্প’

বিয়ের আগেই মা হতে চলেছেন কৌশানি, ভাইরাল ‘বেবি বাম্প’

সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এবারে

শুভশ্রীর থেকে নজর ঘুরেছে কৌশানি মুখোপাধ্যায়ের দিকে। কৌশানির ভাইরাল হওয়া ছবিতে

নেটিজেনদের মাথায় হাত। বিয়ের আগেই মা হতে চলেছেন টালিউড অভিনেত্রী। সাদা কালো পোশাকে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে কৌশানি।

পিছনেই দাঁড়িয়ে অভিনেতা এবং কৌশানির প্রেমিক বনি সেনগুপ্ত। বিরাট-আনুশকার মতই পোজে দাঁড়িয়ে কৌশানি এবং বনি।

ছবি ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে। তবে কি মা হতে চলেছেন কৌশানি। এমনই অনুমান করে চলেছে ভক্তরা।

কৌশানি সাদা কালো পোশাকেই সেজে উঠেছিলেন। বনি এবং কৌশানির এই ছবিটি বেশ পুরোনো। সেই ছবিটি নেটদুনিয়ায় ফের ভাইরাল হয়। ছবিতে কৌশানির পেট খানিক ফোলা লাগছিল। যা দেখেই এমন মন্তব্য করে বসে তাদের ভক্তরা। তবে এমন কোনো খবরই নেই।

Check Also

প্রথম বাংলাদেশী অভিনেত্রী হিসেবে অ্যাপসা’য় মনোনয়ন পেলেন বাঁধন

লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। …

Leave a Reply

Your email address will not be published.