Home / মিডিয়া নিউজ / মিথিলার প্রথম অনুদানের সিনেমা, সঙ্গে নাঈম

মিথিলার প্রথম অনুদানের সিনেমা, সঙ্গে নাঈম

প্রায় ৪ মাস পর কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি

গবেষক রাফিয়াত রশিদ মিথিলা। এসেই দিলেন চমক! জানালেন ‘জলে জ্বলে তারা’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সরকারি অনুদান নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী। আর এই সিনেমায় প্রথমবারের মতো

মিথিলার নায়ক হিসেবে অভিনয় করবেন জনপ্রিয় টিভি অভিনেতা এফএস নাঈম।

মিথিলা বলেন, ‘কলকাতা থেকেই আমি সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে কথা চূড়ান্ত করি। ঢাকায় আসার পর পুরো স্ক্রিপ্ট পড়ি, লুক সেট করি। অবশেষে গতকাল চুক্তিবদ্ধ হই। আমি কলকাতা থাকতেই অরুণদা সিনেমাটির শুটিং শুরু করেন। আমি ক্যামেরার সামনে দাঁড়াব আগামীকাল (১৪ অক্টোবর) থেকে। এরইমধ্যে সিনেমাটির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি ভালো একটি প্রজেক্ট হবে।’

মিথিলা আরও জানান, একটি নদী ও একজন নারীর গল্প নিয়ে এই সিনেমা। যেখানে ‘তারা’ চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

নাঈম-মিথিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিদ রেহান প্রমুখ।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.