Home / মিডিয়া নিউজ / সিনেমায় সুযোগ পেলেন ক্রিকেটার নাসিরের বান্ধবী মা’রিয়া মিম

সিনেমায় সুযোগ পেলেন ক্রিকেটার নাসিরের বান্ধবী মা’রিয়া মিম

সিনেমায় অ’ভিনয় করতে যাচ্ছেন শোবিজের চেনা মুখ মা’রিয়া মিম। মোহাম্ম’দ ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’ সিনেমায় অ’ভিনয়ের

জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই সিনেমা’র মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রযোজক হিসেবে খ্যাত ইকবাল।

এ প্রসঙ্গে মা’রিয়া মিম বলেন, ‘ফাইনালি সিনেমাতে অ’ভিনয় করতে যাচ্ছি। ইকবাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আমাকে এতো বড় একটি সুযোগ দেয়ার জন্য। ২০ এপ্রিল থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য এটি পিছিয়ে দেয়া হয়েছে। ঈদের পরে শুটিং হওয়ার কথা রয়েছে।’

সুনান মুভিজের ব্যানারে নির্মিত হবে ‘রিভেঞ্জ’। এতে নায়ক হিসেবে থাকবেন জিয়াউল হক রোশান এবং ভিলেন হিসেবে হাজির হবেন মিশা সওদাগর।

প্রসঙ্গত, চলতি বছর বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করেছেন আ’লোচিত ক্রিকেটার নাসির হোসেন। অ’ভিযোগ উঠেছিলো, আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। নব-দম্পতির এমন কর্মকা’ণ্ডে বিতর্কে জড়িয়ে পড়েন মডেল-অ’ভিনেত্রী মা’রিয়া মিম। গুজব ছড়ায়, ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রে’মের স’ম্পর্ক রয়েছে মিমের। আবার কেউ কেউ বলেছিলেন নাসির তার প্রাক্তন প্রে’মিক। তবে সকলের ধারণা ভুল প্রমাণ করে মিম জানান, নাসির তার বন্ধু। আর সে হিসেবেই নাসির-তামিমা’র বিয়ের দাওয়াতে গিয়েছিলেন তিনি।

Check Also

প্রথম বাংলাদেশী অভিনেত্রী হিসেবে অ্যাপসা’য় মনোনয়ন পেলেন বাঁধন

লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। …

Leave a Reply

Your email address will not be published.