Home / মিডিয়া নিউজ / মৃত্যুর ৫ বছর পর সেন্সর পেল দীতির সিনেমা

মৃত্যুর ৫ বছর পর সেন্সর পেল দীতির সিনেমা

ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেত্রী পারভিন সুলতানা দিতি মারা গেছেন ২০১৬ সালের ২০ মার্চ।

মৃত্যুর পাঁচ বছর পর অবশেষে সেন্সর পেলো তার অভিনীত দেশপ্রেমের সিনেমা ‘এ দেশ তোমার আমার’। এটি পরিচালনা করেছেন এফ আই মানিক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বলে ঢাকা

পোস্টকে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটির কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কারেকশন করতে বলে। সেটা করার পর অবশেষে সিনেমাটি আজ ছাড়পত্র পেয়েছে। প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবেই ভালো লাগছে।’

জায়েদ খান আরও বলেন, ‘আমাদের দেশের কিংবদন্তি অভিনেত্রী দিতির সর্বশেষ সিনেমা এটি। এতে কাজ করতে গিয়ে তার সঙ্গে আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতির জন্ম হয়েছিল। সেই সময়টার কথা খুব মনে পড়ছে। তিনি মারা যাওয়ার পরও আমরা সিনেমাটির শুটিং করেছি। আশা করি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

জানা যায়, সিনেমাটি শুরুতে ৩৫ মিলিমিটারে শুটিং করা হয়। পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। এতে দিতি, জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন রোমানা, ডিপজল’সহ অনেকে।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.