Home / মিডিয়া নিউজ / আমি দীঘিকে ভালোবাসি এবং আমাদের বিয়ে হওয়ার কথা: অমিত হাসান

আমি দীঘিকে ভালোবাসি এবং আমাদের বিয়ে হওয়ার কথা: অমিত হাসান

বাংলা চলচ্চিত্রের নতুন নাম প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এই প্ল্যাটফর্মে পরিপূর্ণ নায়িকা হিসেবে

আবির্ভূত হয়েছেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অ’ভিনয় করে যাচ্ছেন দীঘি।

সেই ধারাবাহিকতায় এবার দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের একটি

ছবিতে অ’ভিনয় করছেন এই নায়িকা। যেখানে তার বিপরীতে থাকবেন ঢাকাই সিনেমা’র জনপ্রিয়

অ’ভিনেতা অমিত হাসান। ছবিতে অমিত হাসানের সঙ্গে প্রে’ম করবেন দীঘি।

সিনেমা প্রসঙ্গে অমিত হাসান বলেন, গুণী একজন পরিচালক ঝন্টু সাহেব। তার সঙ্গে কাজ করার অ’ভিজ্ঞতা বরাবরই ভালো। আমা’র শুটিং শেষ পর্যায়ে। এই গল্পটি একটি গ্রামীণ প্রেক্ষাপটের। এখানে আমা’র চরিত্রটির নাম শাহী। আমি দীঘিকে ভালোবাসি এবং আমাদের বিয়ে হওয়ার কথা।

নতুন প্রজন্মের নায়িকা দীঘির সঙ্গে অ’ভিনয়ের প্রসঙ্গে অমিত হাসান বলেন, কয়েকটা জেনারেশনের একটা মিলন ঘটে এখানে। দীঘি আমা’র কাছে মে’য়ের মতো। সেই ছোট থেকে ওকে দেখছি, স্নেহ করছি। ওর বাবা-মা দু’জনই আমাদের মানুষ, প্রিয়জন। সেই হিসেবে দীঘি আমাদের কোলে পিঠেই মানুষ হয়েছে।

সেই দীঘির সঙ্গে প্রে’মিকের চরিত্রে অ’ভিনয় করাটা কিন্তু অবশ্যই একটা মজার অ’ভিজ্ঞতা। সিনেমায় আরো অ’ভিনয় করেছেন সিমি, শবনম পারভীন, সুব্রত, আমির সিরাজীসহ অনেকেই। ছবিটি আসছে বছরে মুক্তি পাবে বলে জানা গেছে।

Check Also

প্রথম বাংলাদেশী অভিনেত্রী হিসেবে অ্যাপসা’য় মনোনয়ন পেলেন বাঁধন

লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। …

Leave a Reply

Your email address will not be published.