Home / মিডিয়া নিউজ / ফেসবুক প্রেমিকের খোঁজে ঢাকা থেকে কক্সবাজার গেলেন সারিকা

ফেসবুক প্রেমিকের খোঁজে ঢাকা থেকে কক্সবাজার গেলেন সারিকা

মডেল এবং অভিনেত্রী সারিকা সাবরিন। অভিনয়ের মাধ্যমে নিজের ভক্তের সংখ্যা জুটিয়েছেন অনেক।

বিভিন্ন সময় শুটিং এর কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় অভিনেত্রীকে। কিন্তু এবার ‘ভালোবাসার খোঁজে’

ঢাকা থেকে কক্সবাজার গেলেন তিনি সম্প্রতি ‘ভালোবাসার খোঁজে’ শিরোনামের একটি নাটকে অভিনয়

করেছেন এই অভিনেত্রী। আর সেখানেই নিজের ভালোবাসা ফিরে পেতে কক্সবাজার যান তিনি।

নাটকের কাহিনীতে দেখা যাবে, ফেসবুকে সারিকার সঙ্গে পরিচয় হয় নজরুল রাজের। সময়ের সঙ্গে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এক সময় তা প্রেমে রূপ নেয়। এভাবে প্রায় তিন বছর ফেসবুকে তাদের প্রেম চলে।।

হঠাৎ রাজের ফেসবুক আইডি ডি’অ্যাকটিভ পান সারিকা। এরপর তাকে খুঁজতে কক্সবাজারে যান তিনি। খুঁজতে গিয়ে দেখা হয় সজলের সঙ্গে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।

সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বিইউ শুভ। এতে অভিনয় করছেন- আব্দুন নূর সজল, সারিকা, নজরুল রাজ প্রমুখ। রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.