Home / মিডিয়া নিউজ / চিকন আলী’র সঙ্গে পালিয়েছে ‘স্ত্রী নুসরাত’,মুখ খুললেন ‘হিরো আলম’

চিকন আলী’র সঙ্গে পালিয়েছে ‘স্ত্রী নুসরাত’,মুখ খুললেন ‘হিরো আলম’

তথাকথিত অ’ভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ২০১৯ সালে গোপনে নুসরাত জাহান

জিমুকে বিয়ে করেন। এনিয়ে তার সংসারে নানা ঝামেলা সৃষ্টি হয়। কিছুদিন আগেই নুসরাতের স’ঙ্গে

হিরো আলমের সম্পর্কের অবনতির খবরও প্রকাশ্যে আসে। এবার শোনা যাচ্ছে, নুসরাত জাহান জিমুকে নিয়ে পালিয়েছেন আরেক তথাকথিত

অ’ভিনেতা চিকন আলী। বি’ষয়টি নিয়ে ফেসবুক ও ইউটিউবে নানা ধরনের কনটেন্টও ছড়িয়ে পড়েছে। তবে এসব খবরটিকে ভুয়া বলে দাবি করেন হি‌রো আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বউয়ের স’ঙ্গে নিজের সম্পর্কের অবস্থা জানিয়েছেন হিরো আলম। শনিবার ফেসবুকে আলম লিখেন, ‘কিছু ভুয়া পেজ এবং ইউটিউব গু’জব

রটাচ্ছে। আমা’র নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলীর স’ঙ্গে পালিয়ে গেছে! এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কেউ গু’জবে কান দেবেন না। ‌তিনি লিখেন, আমর’া অনেক সুখে সান্তিতে সংসার করছি।

তাই অনেকেরই সহ্য হচ্ছে না। তাদের ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আমা’দের নাম ভাঙিয়ে খাচ্ছে। আমর’া এক স’ঙ্গে আছি। সবাই দোয়া করবেন আমা’দের দাম্পত্য জীবন যেন সুখের হয়! কিছুদিন আগেই হিরো আলমের ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়ে হিরো আলম লিখেছিলেন, আজ আমা’র পেজটা ভেরিফায়েড হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.