Home / মিডিয়া নিউজ / ফের এক সঙ্গে পর্দা কাঁপাতে শ্যুটিংয়ে আবীর-নুসরাত

ফের এক সঙ্গে পর্দা কাঁপাতে শ্যুটিংয়ে আবীর-নুসরাত

দী’র্ঘদিন পর চন্দ্র’কোণা রো’ডের প্রয়াগ ফিল্ম সিটিতে কোনো ছবির শ্যু’টিং শুরু হল। রা’জ্যের

প’টন দ’প্তরের মন্ত্রী,অভি’নেতা ও পরিচালক ব্রাত্য বসুর পরিচা’লনায় ‘ডিকশ’নারি’ ছবির শ্যুটিং

হল প্রয়াগ ফি’ল্ম সি’টিতে। দেখা গেল অভিনেতা ছবির আবীর চট্টোপাধ্যায় ও সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহানকে

জানা যাচ্ছে বুধ’বার থেকেই ফে’র শুরু হয়েছে ‘ডিকশনারি’র শুটিং। এদিন ফিল্ম সিটির শ্যুটিং জো’নের

ভিতরে রে’ল স্টেশনে শ্যুটিং হয়। সেখানে ট্রেন থেকে নেমে স্টেশ’নের বাইরে গাড়ি ধরতে দেখা যায় নুসরাত ও আবী’রকে।

আবীর-নু’সরাত ছাড়াও অ’ন্যান্য কলাকু’লীরাও এদিন শ্যুটিং সেটে ছিলেন। প্রসঙ্গত. ক’য়েক’দিন আগেই এই ফি’ল্ম সিটি ঘুরে দেখে গি’য়েছি’লেন ব্রাত্য বসু সহ আরও বেশ কয়েকজন। এখানে বেশ কয়েকদিন শুটিং চলবে বলে জানা গিয়েছে। যদিও সিনেমা বা শ্যুটিং সমন্ধে মুখ খুলতে রা’জি নন কেউ-ই।

আবীর-নুসরাত

এর আগে বোল’পুরে হ’য়েছিল ব্রাত্য বসু র ‘ডিকশনারি’ শ্যুটিং। বোল’পুরে শ্যুটিং চলা’কালীন স্থানীয় বাসি’ন্দারা নুসরাত’কে ঘিরে ধরেছিলেন, তার একটি ভি’ডিয়ো নিজেই পোস্ট করেছিলেন অভিনেত্রী।

ব্রাত্য বসুর ‘ডিকশ’নারি’তে আবী-নু’সরাত ছাড়াও মোশারফ ‘করিম, পৌ’লমী বসু, অর্ণ মুখোপা’ধ্যায়কে অ’ভিনয় করতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে বুদ্ধদেব গুহর লেখা ‘বা’বা হওয়া’ ও ‘স্বা’মী হওয়া’ এই দুই ছোট গল্পর উপর ভিত্তি করেই ছবিটি তৈরি হচ্ছে। প্রসঙ্গত, এর আগে ‘অসুর’ ছ’বিতে একসঙ্গে দেখা গি’য়েছিল আবীর ও নুসরাতকে।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.