Home / মিডিয়া নিউজ / ছোট পোশাকে সেই জায়রা এবার সমুদ্র সৈকতে

ছোট পোশাকে সেই জায়রা এবার সমুদ্র সৈকতে

এইতো কিছুদিন আগেই নিজের ইন্সটাগ্রাম একাউন্টে বিশাল এক পোস্ট দিয়ে নিজেকে সিনেমা জগত

থেকে সরিয়ে নেন দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। চলতি বছরের জুন মাসে অভিনয় জগতকে বিদায় জানিয়েছিলেন তিনি।

পোস্টে কারন দেখিয়েছিলেন নিজ ধর্মের জন্য অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। নিজের ধর্মচারণের

আমার ইমানের ক্ষতি হচ্ছে। এমন বিস্ফোরক মন্তব্য করে নিজের অভিনয় ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে লম্বা স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে দু’মাস পার না পার হতেই তাকে টরোন্টোর চলচ্চিত্র উৎসবে দেখে হতবাক নেটদুনিয়া। আগামী ১৩ সেপ্টেম্বর টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির। আর সেই উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে পোজ দিতে দেখা গেছে।

খোলামেলা পোশাকে পোজ দেওয়ায় এখন সমালোচিত হচ্ছেন এই তারকা। অনেকেই মন্তব্য করছেন, দিন কয়েক আগে বিদায় নেওয়া এই অভিনেত্রীর বিদায় জানানোটা ছিল আলোচনায় আসার। অনেকে আবার তাকে ‘ড্রামেবাজ’ আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ জায়রার বলিউড ত্যাগ করা দেখছেন ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবেই।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.