Home / মিডিয়া নিউজ / শাড়ি খুলে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার চাপ দিতেন পরিচালক

শাড়ি খুলে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার চাপ দিতেন পরিচালক

মিটু নিয়ে তোলপাড় হয়েছে বলিউড। যৌন হেনস্থা নিয়ে ওঠা নানান অভিযোগে মহিলাদের পাশেই

দাড়িয়েছেন বলিউডের বহু অভিনেতা। অনেকেই আবার চুপ থাকাটাই শ্রেয় বলে মনে করেছেন।

একের পর এক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ তুলছেন সহ-অভিনেতা কিংবা পরিচালক-প্রযোজকের

বিরুদ্ধে।এবার মিটুতে যুক্ত হলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। তিনি আঙুল তুলেছেন পরিচালক কুশাল নন্দীর বিরুদ্ধে। অভিযোগ কুশাল নন্দী তাকে শাড়ি খোলার জন্য চাপ প্রয়োগ করেছেন।

শুধু তাই নয়, আরও অভিযাগ করেন এই ঘটনার সময় উপস্থিত ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তিনি কিছুই বলেননি, চুপ করে বসে দেখেছেন, করেননি কিছুই।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, ২০১৬ সালে ঘটেছে এই ঘটনা। ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার শুটিং সেটের ঘটনা শেয়ার করেছেন চিত্রাঙ্গদা সিংহ।

ছবির পরিচালক কুশান নন্দী তাকে শাড়ি খুলে সায়া পরে একটি দৃশ্যে অভিনয় করার কথা বলেছিলেন। নওয়াজের সঙ্গে খুব অন্তরঙ্গ একটি দৃশ্যে অভিনয় করতে বলেছিলেন কুশান।

সংবাদমাধ্যমকে চিত্রাঙ্গদা জানিয়েছেন, সেই দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি। কিন্তু পরিচালক সেই দৃশ্য বাদ দিতে মোটেই রাজি ছিলেন না। চিত্রাঙ্গদা কান্নাকাটি করছেন দেখেও তাকে জোর করছিলেন কুশান। শেষ পর্যন্ত শুটিং ফ্লোর থেকে ফিরে আসেন তিনি। এই সব দেখেও চুপ ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। পুরো সময়টাই তিনি নীরবে বসে দেখেন বলে অভিযোগ করেছেন চিত্রাঙ্গদা।

শেষ পর্যন্ত সেই ছবিতে অভিনয় করেননি চিত্রঙ্গদা সিংহ। ওই দৃশ্যে অভিনয় করতে না চাওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছিল। তার চরিত্রটিতে অভিনয় করেছিলেন বিদিতা বাগ। কাজের জায়গায় এই ধরনের ঘটনা এড়াতে নারীদের একজোট হওয়া উচিত বলে মনে করেন তিনি।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.