Home / মিডিয়া নিউজ / জন্মদিনে ঢাকায় থাকবেন শাবনূর!

জন্মদিনে ঢাকায় থাকবেন শাবনূর!

ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে

আছেন এই অভিনেত্রী। একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। তবে

মাঝে মধ্যেই নাড়ির টানে দেশে আসেন। কিন্তু করোনার কারণে গত বছর দেশে আসতে পারেননি এই চিত্রনায়িকা।

তবে চলতি বছর ডিসেম্বরে দেশে আসছেন শাবনূর। এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠজনরা। কিন্তু এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জানা গেছে, আগামী ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। বিশেষ এ দিনটি তিনি দেশে উদযাপন করবেন।

সূত্রটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও নিজের শারীরিক ফিটনেস ফিরিয়ে আনার জন্য নিয়মিত জিম ও ডায়েট করছেন এ নায়িকা। দেশে ফেরা, সিনেমায় অভিনয় ও পরিচালনা বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এদিকে, সম্প্রতি ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলেছেন শাবনূর। ভক্তদের কাছাকাছি থাকতে ইনস্টগ্রাম ও ফেসবুকেও সরব হয়েছেন তিনি। ব্যক্তিজীবনের পাশাপাশি কাজের নানা প্রসঙ্গ নিয়ে প্রায়ই ভক্ত-দর্শকদের সামনে আসেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ সিনেমায় সবশেষ কাজ করেন শাবনূর। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনেপর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে।

Check Also

প্রথম বাংলাদেশী অভিনেত্রী হিসেবে অ্যাপসা’য় মনোনয়ন পেলেন বাঁধন

লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। …

Leave a Reply

Your email address will not be published.