Home / মিডিয়া নিউজ / নতুন সিনেমায় জিতের পাশাপাশি থাকবেন মোশাররফ করিমও

নতুন সিনেমায় জিতের পাশাপাশি থাকবেন মোশাররফ করিমও

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার শিগগিরই শুরু করবেন তার প্রথম সিনেমা ‘বায়োপিক’র

শুটিং। এতে অভিনয় করবেন সিয়াম আহমেদ ও পরীমনি। আর এরপরই শুরু হবে তার দ্বিতীয় সিনেমার কাজ। নাম ‘দ্বিতীয় পুরুষ’।

নির্মাতা সঞ্জয় সমদ্দার আগেই জানিয়েছেন, ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনয় করবেন। আর এবার জানালেন, জিতের পাশাপাশি থাকবেন মোশাররফ করিমও।

নির্মাতা বলেন, ‘দুজন পুরুষকে নিয়ে ছবির গল্প। আমি আগেও মোশাররফ ভাইকে নিয়ে নাটক বানিয়েছি। নতুন ছবির গল্পটা শোনানোর পর মোশাররফ ভাই রাজি হয়েছেন। বড় আয়োজনে ছবিটি নির্মিত হবে।’

তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ‘দ্বিতীয় পুরুষ’র শুটিং শুরু হবে।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.