Home / মিডিয়া নিউজ / জিমে অপু বিশ্বাসের সঙ্গে ব্যায়াম করছে ৪ বছরের জয়

জিমে অপু বিশ্বাসের সঙ্গে ব্যায়াম করছে ৪ বছরের জয়

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তার জন্ম হয়। চার বছর বয়স চলছে জয়ের।

ছেলেকে নিয়ে সারাক্ষণ মেতে থাকেন অপু বিশ্বাস। এরই মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল

স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপ পার করেছে জয়। স্কুলেও সে সবার চোখের মণি। অপু বিশ্বাস নিজেই ছেলে

জয়কে স্কুলে নিয়ে যাওয়া আসা করেন। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার শেষ নেই। মাঝে মধ্যেই জয়ের পড়ালেখা, ছবি আঁকা, খেলাধুলার ছবি পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে।

কয়েক দিন আগে জয়ের গান গাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন অপু বিশ্বাস। জয়ের প্রশংসায় মেতেছিলো নেটিজেনরা। এবার জয়কে নিয়ে জিমে হাজির হয়েছেন অপু। ব্যায়ামে যন্ত্রপাতি দেখে খুশিতে মেতে উঠেছে সে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে ব্যায়াম করছে জয়। আজ ভালোবাসা দিবসে সেই ভিডিও অপু নিজেই প্রকাশ করেছেন ফেসবুকে। এই ভিডিওর কমেন্ট ঘরে মা ও ছেলেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন অপুর ভক্তরা।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্ট্রাগ্রামে তার নামে গ্রুপও আছে। সবমিলিয়ে ভালোই কাটছে মা ও ছেলের দিনগুলো।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.