Home / মিডিয়া নিউজ / বলিউডকে বিদায়ের দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় জায়রা

বলিউডকে বিদায়ের দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় জায়রা

‘দাঙ্গাল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো বেশকিছু ছবিতে দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছিলেন

বলিউড অভিনেতা জায়রা ওয়াসিম। কিন্তু ফারহান আখতার এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই

ইজ পিঙ্ক’ ছবির পর আর তাকে বিনোদন জগতে দেখা যায়নি। আচমকাই বলিউডকে বিদায় জানান জায়রা। এরপর কোথাও দেখা যায়নি তাকে।

দুই বছর পর মঙ্গলবার (৫ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন জায়রা। যদিও সেখানে তার মুখ দেখা যায়নি। ছবিতে দেখা গেছে একটি ব্রিজে কালো বোরখা পরে জায়রা দাঁড়িয়ে আছেন। পোস্ট করা ছবির ক্যাপশনে জায়রা লিখেছেন, ‘দ্য ওয়ার্ম অক্টোবর সান’।

ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় জীবনে ইতি টেনেছেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালের ৩০ জুন সবাইকে অবাক করে দিয়েই ‘দাঙ্গাল’, ‘সিক্রেট সুপারস্টার’- এর নায়িকা জায়রা ঘোষণা করেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি।

শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পাওয়ার আগেই বলিউডকে বিদায় জানান জায়রা। ওই সময় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জায়রা লিখেছিলেন, ‘আমি বুঝতে পেরেছি আমি বহুদিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব কিন্তু এটা আমার জন্য নয়’।

জায়রা লিখেছিলেন, ‘ক্রমাগত এই কাজ আমাকে আমার ধর্মবিশ্বাস থেকে দূরে ঠেলে দিচ্ছে। এত ছোট জীবনে এই বিশাল লড়াই আমি লড়তে পারব না। তাই এ সিদ্ধান্ত নিলাম।’

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.