Home / মিডিয়া নিউজ / নিজের মাকেই খুন করলেন পূজা চেরী!

নিজের মাকেই খুন করলেন পূজা চেরী!

বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। অভিনয়ের ক্যারিয়ার বেশি দিনের না হলেও তার

ঝুলিতে রয়েছে ব্যবসাসফল ছবি। তবে ছবির সেটে হোক কিংবা বন্ধুদের আড্ডায় প্রায় সব জায়গাতেই

তার সঙ্গে মাকে দেখা যেতে। কিন্তু হঠাৎই শোনা গেলো নিজের মাকেই খুন করে ফেলেছেন জনপ্রিয় এ নায়িকা!

একটু অবাক লাগছে শুনে! পূজা চেরী নিজের মাকে খুন করেছেন ঠিকই, তবে সেটা বাস্তবে নয় বরং

সিনে পর্দায়। সম্প্রতি এ নায়িকা অভিনয় করেছেন ‘জ্বীন’ শিরোনামের একটি ছবিতে। আর সেই ছবির একটি দৃশ্যে মাকে খুন করেছেন তিনি। খুন করেই মৃত মায়ের পাশে বসেই ভয়ানকভাবে হাসছেন তিনি!

সদ্য প্রকাশিত পোস্টারে এমন ইঙ্গিতই পাওয়া গেল। সোমবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশ করা হয় ‘জ্বীন’-এর তৃতীয় পোস্টারটি। এর আগের দুটি পোস্টারও দারুণ আলোচিত হয়।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক ঘরানার এই সিনেমা নির্মাণ করছেন নাদের চৌধুরী। ইতোমধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে। আগামী বছর শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে শোনা গেছে।

ছবিতে পূজার সঙ্গে অভিনয় করেছেন রোশান, সজল ও মুন। এই সিনেমার মাধ্যমে সজল আবারো বড় পর্দায় কাজ করলেন। সজলের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘রানআউট’।

অন্যদিকে পূজা চেরীর ‘শান’ সিনেমাটিও আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে। এতে পূজার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.