Home / মিডিয়া নিউজ / এবারও জন্মদিনে তাক লাগাবেন পরীমণি, খোঁজা হচ্ছে হোটেল

এবারও জন্মদিনে তাক লাগাবেন পরীমণি, খোঁজা হচ্ছে হোটেল

মাদক মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে বর্তমানে বাসায় রয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

কারাগার থেকে বাড়িতে ফেরার বেশ ফুরফুরে মেজাজেই সময় পার করছেন এই নায়িকা।

এদিকে আগামী মাসেই এই নায়িকার জন্মদিন। বিনোদন জগতে আসার পর থেকেই নিজের জন্মদিনটা

প্রতিবছরই জাঁকজমক পূর্ণভাবে উদযাপন করেন পরী। পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে পরিবেশে

একেক বছর একেক থিমের পোশাক পড়ে অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে তিনি।

আগামী ২০ অক্টোবর পরীমণির জন্মদিন। এবার আরও বড় পরিসরে জন্মদিন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তার। স্পনসর নিয়ে এবার জন্মদিন উদযাপনের কথা ভাবছেন তিনি।

এ বিষয়ে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি হবে।’ এমন প্রশ্নের উত্তর গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘কারণ, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও ফাটিয়ে উৎসব করব।’

পরী জানালেন এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তার জন্মদিনের পোশাক—এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

গত সপ্তাহেই সিনেমার কাজে যোগ দিয়েছেন পরীমণি। ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন। দুই দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে চিকিৎসা নিতেও দেখা যায় এ নায়িকাকে।

এদিকে এরইমধ্যে পরীমনি নতুন একটি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পরীমনি নতুন এ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Check Also

যে কারণে সিনেমায় এসেছিলেন হুমায়ূন ফরীদি

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। কয়েক দশক অভিনয়ে তিনি মাতিয়ে …

Leave a Reply

Your email address will not be published.